মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ খেলার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে খেলোয়াড়দের ২টি টিমে বিভক্ত করে এ খালাটি অনুষ্ঠিত হয়। এতে “সিজিএম রাইজিং সান” টিম তুমুলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে “এসিজিএম ঠান্ডার্স” টিমের সাথে। খেলায় লক্ষ্য করা যায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারকগণ কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ফুটবল খেলছেন। বিষয়টি দেখে অনেকেই সেখানে দাড়িয়ে খেলা উপভোগ করেন। ফুটবল ও ঠাকুরগাঁও আদালত সংশ্লিষ্ট ইতিহাসে বিরল এ ঘটনার সাক্ষী হয় তারা।
সেখানে লক্ষ্য করা যায় খেলায় “সিজিএম রাইজিং সান” টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার। অপরদিকে “এসিজিএম ঠান্ডার্স” টিমের অধিনায়ক বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগার নেতৃত্বে তার টিমে সুন্দর খেলা উপহার দেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃআরিফুল ইসলাম। একইসাথে লক্ষ্য করা যায় ”সিজিএম রাইজিং সান” টিমের গোল কিপারের দায়িত্ব পালন করছেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃআলাউদ্দীন। খেলা পরিচালকের দায়িত্ব পালন করতে দেখা যায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে।
খেলায় প্রথমার্ধে “এসিজিএম ঠান্ডার্স” টিম একটি গোল করে। পরক্ষনেই গোলটি পরিশোধ হয়ে যায়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলার ফলাফল ১-১ গোলে ড্র থেকেই খেলার সমাপ্ত হয়। খেলাটি আগামীতে পুনরায় অনুষ্ঠিত হবে জানান আদালতের বিজ্ঞ বিচারকগণ।
Leave a Reply