কে,এম,মোজাপ্ফার হুসাইন
যশোর মণিরামপুর উপজেলার নেহালপুর স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী কে মারপিট করলেন স্কুল কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ। এ বিষয়ে নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, চঞ্চল কুমার ভট্টাচার্য বলেন, আমি গত সোমবার রাতে বিষয়টি জানতে পারি, স্কুল কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, এক ছাত্র কে মারপিট করেছেন।
তবে ঘটনাটি ঘটেছে মেইন রাস্তার উপরে।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ, কোনো শিক্ষার্থী কে মারপিট করা যাবে না।আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী কে মারপিট করা হয় না।তবে আসাদুজ্জামান যে ঘটনাটি ঘটিয়েছেন সেটা অন্যায়,সহকারী প্রধান শিক্ষক বলেন আমাদের স্কুলের সামানে রাস্তার উপরে একজন ছাত্র কে মারপিট করেছে বলে আমি শুনেছি, এর বাহিরে আমি কিছু জানি না।তবে যদি এমন ঘটনা স্কুল কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ ঘটিয়ে থাকে তার দায়ভার স্কুল নিবে না।
মারপিটের শিকার স্কুল ছাত্র বলেন আমি বাই সাইকেল চালিয়ে বাড়ির দিক থেকে স্কুলের রাস্তায় আসলে আমাকে গালিগালাজ করে, রাস্তার পাসে থাকা কাঠ গোলা থেকে একটা নিয়ে এসে মারপিট করে।মারপিটের শিকার হওয়া আরো এক ছাত্রী বলেন আমি স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে রাস্তার উপরে, একটি কাঠ দিয়ে আমার গায়ে আঘাত করে।একটি আঘার আমার কাছে থাকা জ্যামিতি বক্সে লেগে ভেঙ্গে যাই।
সাথে থাকা আরো দুই ছাত্রী বলেন আমাকেও আঘাত করতে যাই আমি সাবধান হওয়ায় আঘাত টি প্রাচীলে লেগে কাঠটি ভেঙ্গে যাই।যদি আঘাতটি আমার গায়ে লাগো আমাকে কেও বাচাতে পারতো না।মারপিঠের শিকার হওয়া ছাত্রীর মা বলেন আমার মেয়েকে রাস্তার উপরে মারপিঠ করায়,বেশ কয় এক দিন খাওয়া দাওয়া করতো না বাড়ি থেকে বের হতো না।আমি পরে জানতে পারি আমার মেয়েকে, স্কুলের সদস্য আসাদুজ্জামান আসাদ মারপিঠ করেছেন,আমি এর বিচার চাই।
ক্লাস সিক্স এর আর এক ছাত্র,বলেন আমাদের প্রায় মারপিট করেন স্কুলের সদস্য আসাদুজ্জামান আসাদ।
এ বিষয়ে স্কুল কমিটির, টি আই, ———বলেন আমি ঘটনাটি দেখিনায়,আজ শুনেছি, তবে ঘটনাটি স্কুলের বাহিরে, এর জন্য স্কুলের কোনো শিক্ষক, বা স্কুল দায়ভার নিবে না।সরকারের নির্দেশ আছে কোনো শিক্ষার্থী কে মারপিট করা যাবে না। আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী কে মারপিট করিনা।তবে স্কুল কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ যদি স্কুলের কোনো শিক্ষার্থী কে মারপিট করেন, এটা তিনি অন্যায় করেছেন।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা মাধ্যমিক অফিসার
বলেন আমি নেহালপুর স্কুল এন্ড কলেজের কোনো শিক্ষার্থী কে মারপিঠ করেছেন কি না জানিনা।সরকারের নির্দেশ আছে কোনো শিক্ষক শিক্ষার্থী কে কোনো ভাবে মারপিট,ও মানুষিক আঘাত করতে পারবে না।সেখানে স্কুল কমিটির সদস্য মারপিঠ করবে এটা কখনোই সম্ভব নয়।যদি স্কুলের সদস্য আসাদুজ্জামান আসাদ মারপিঠ করে থাকে। আমরা নিয়ম নিতি মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।