নিজস্ব প্রতিনিধি:
যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বুধবার (১লা মার্চ ) ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট,একশো ২৫ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্ৰাম গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ।
আসামিরা হলেন বেনাপোল ভবেরবেড় এলাকার আক্কাস আলীর ছেলে এনামুল হক ,কালু হোসেনের ছেলে হানিফ হোসেন আচড়। বেনাপোল বড় আঁচড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহাজালাল,নুর ইসলামের ছেলে সোহান হোসেন এবং শিকড়ি মাঠপাড়া এলাকার জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে ইকবাল মোড়ল।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।