মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক বিষয় ভিত্তিক শিক্ষকদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে” ইন হাউস’ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হল রুমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক/শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠান প্রধানের তত্ত্বাবধানে “ইন হাউস” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝাঁ এর সভাপতিত্বে প্রশিক্ষণে নিজ নিজ বিষয়ের উপর আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দুলাল,সহকারী শিক্ষিকা প্রীতি গাঙ্গুলী, মনসুরা তারমিন, মাসুমা বেগম, দীপ্তি রানী মোহান্ত, শাহিনা আনজুম, আয়শা আখতার, শিরীন আক্তার, মুক্তা বানু, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, নারায়ন বর্মন, তোয়াবুর রহমান ও রবিউল ইসলাম।
প্রশিক্ষণ শেষে প্রধান শিক্ষক সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,আপনারা ইতিপূর্বে নতুন কারিকুলাম বিষয়ে যা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তা বাস্তবে শিক্ষার্থীদের শিক্ষাদানে সহায়তা করবেন বলে আমি আশা করি।