তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পরে রমজান আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় চিলাহাটি রেলস্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সময় ট্রেনটি স্টেশন থেকে ৫০০ কিঃ মিটার দূরে এই ঘটনাটি ঘটে।
ট্রেনে কাটা পড়া রমজান আলী ভোগডাবুড়ী ইউনিয়নে বৌউ বাজার এলাকার ০৬ নং ওয়ার্ডে কুলিপাড়া গ্রামের আনারুল ইসলাম ওরফে (আনাউর) ছেলে। এলাকার মানুষ বলেন নিহত রমজান আলী একজন রংমিস্ত্রি ছিল, এলাকার মানুষ আরো জানান রমজান আলী মাথার সমস্যা ছিল, তার বাবা ঢাকায় থাকেন, তার নাম অন্য এক ছেলের হাত ধরে চলে গেছে, ওই যুবকের গায়ে ছিল লাল ফুলহাতা গেঞ্জি, মাটিয়া রঙ্গের ফুল প্যান্ট,নেভি ব্লু প্লাস্টিকের স্যান্ডেল। সংবাদ পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী মোরসালিন ও রনজিত ঘটনাস্থলে আসেন। পরে এলাকার মানুষের দাবিতে মৃত্যু রমজান আলীর মরদেহ তাদের কাছে ফিরিয়ে দেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
Leave a Reply