মোঃ শফিকুল ইসলাম দুলাল,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে ডিজিটাল স্বাস্থ্যসেবা ই-হেলথ পয়েন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার বিকালে প্রেসক্লাব দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ।
ই-হেলথ পয়েন্টের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব মোঃ শামসুল হক, এইচএইচএইচ মেডিসিন প্রোগ্রামের ম্যানেজিং ডিরেক্টর প্রিন্সিপাল এম আর করিম, ডিএমডি মার্কেটিং মোঃ সেলিম রেজা, ই-হেলথ পয়েন্ট ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মোঃ মোতাহার হোসেন, রংপুর বিভাগীয় প্রধান নওয়াজিস আকবর, ঠাকুরগাঁও শাখার এজিএম মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আয়োজক কর্তৃপক্ষ জানান, ই-হেলথ পয়েন্ট এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়। এছাড়াও খুব সহজে পয়েন্টের মাধ্যমে অনলাইন ট্রিটমেন্ট সার্ভিস সেন্টার (ওটিসি) সিস্টেমে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
Leave a Reply