নিজস্ব সংবাদদাতা :
যশোরের শার্শার উপজেলার বাগুড়ী এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ এক মাদক কারাবারিকে আটক করেছেন যশোর জেলা গোয়েন্দা সংস্থা ।
বুধবার (২২শে ফেব্রুয়ারি) ভোর রাতে যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই সোলায়মান আক্কাস ও এসআই হামিদুর রহমানের নেতৃত্বে, শার্শা উপজেলার বাগুড়ী এলাকা থেকে, মুনসুর আলী দালাল (৬২) বাড়িতে থাকা তার নিজস্ব প্রাইভেটকারের মধ্যে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন ডিবি । তিনি ওই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply