কে,এম,মোজাপ্ফার হুসাইন
মণিরামপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের মণিরামপুরে মোটরসাইকেলের সাথে গাছের ধাক্কায় সিরাজুল ইসলাম নয়ন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার সহযাত্রী মাকদুসুর রহমান (১৪)।
আজ (মঙ্গলবার) সকাল ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-ত্রিমহিনী সড়কের রামপুর জামতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের শিকার দুইজন মণিরামপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাতফেরি শেষে মোটরসাইকেলযোগে তারা স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা জামতলা মোড়ে পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেল দ্রুতগতিতে গাছের সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই নয়ন মারা যান। সহপাঠী মাকদুসুর গুরুতর আহত হয়। নিহত নয়ন উপজেলার শৈলী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং আহত মাকসুদুর হাজরাকাটি গ্রামের তুজিবুর রহমানের ছেলে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার প্রণব কুমার বিশ্বাস।