ঝিনাইদহ প্রতিনিধি
ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বেদনা আর বিদীর্ণ শোকের রক্তঝরা দিন অমর একুশে ফেব্রুয়ারি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রোববার শহীদ মিনার এলাকায় দেখা যায়, সৌন্দর্য বাড়াতে শহীদ মিনারসহ আশপাশের রাস্তায় নতুন আল্পনা আঁকা হচ্ছে। ঝাড়ু ও ধোয়ামোছাসহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। শহীদ মিনারের চারপাশে রঙের আঁচড়ে বাহান্ন থেকে একাত্তরের গৌরবগাঁথা, উত্তাল দিনগুলোর চিত্রকর্ম দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা।
অন্য দিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা যুক্তসহ প্রয়োজনীয় কাজগুলো চালিয়ে যাচ্ছে।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও নানা পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। দুপুরে শহীদ মিনার এবং জেলা শহরের অগ্নীবীণা সড়কের আল্পনা কার্যক্রম পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মনিরা বেগম এবং ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার হিজল।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সহ অন্যান্য রাজনৈতিক দল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী গ্রহন করেছে।
Leave a Reply