নিজস্ব প্রতিবেদক :
যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিল সহ এক নারী সহ আটক ৫। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)`র পৃথক অভিযানে ১৬ ইং ফেব্রুয়ারি বৃহস্পতিবার, যশোর চাঁচড়া গাজীর দরগা ফিলিং স্টেশনের সামনে থেকে ডিবির এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে এক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী খুলনা জেলার দাকোপ থানার চালনা এলাকার মৃত অরুণ সাহার ছেলে (নব মুসলিম) রাহুল সাহা ওরফে আব্দুল্লাহ শেখ(৩১)। বাগেরহাটের গোবারিয়া এলাকার ইদ্রিস আলীর ছেলে আরিফ (৩৭)। খুলনা দৌলতপুরের দেওয়ানা দক্ষিণ পাড়ার ইব্রাহিম শেখের মেয়ে কবিতা ওরফে দৃষ্টি (২৫) কে ৭০পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেনসিডিল সহ আটক করেছেন। আটককৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫১০০০/- টাকা ।
অপর দিকে যশোর ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একটি টিম যশোর মাগুরা সড়কের হামিদ পুর থেকে যশোর সদরের মনোহর পুর মধ্যপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মৃত গফুর শেখের ছেলে শফিকুল ইসলাম (৩০)। যশোর সদরের শেখাহাটি মধ্যে পাড়ার আ: রশিদ মুন্সীর ছেলে সেলিম হোসেন (৩৫) কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করেছেন। আটককৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১৬৫০০/- টাকা। আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখা আজ ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান । ডিবি পুলিশ আরো জানায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স রাখতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply