মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের চিটাগাং গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোঃমোবিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি চিটাগাং গ্রুপের বর্তমান চেয়ারম্যান কাজী মোঃ আলমগীরের পিতা। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তার গ্রামের বাড়ি সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাযে জানাযা এবং বাদ জুমা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। পরে সেনুয়া পুরাতন গোরস্থানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে ৪ ছেলে,২ মেয়ে,আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।