কে,এম,মোজাপ্ফার হুসাইন
মণিরামপুরে বীরবিবাসের চাবি পেলেন ১৪ বীরমুক্তিযোদ্ধা পরিবার
‘অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলার ১৪ পরিবারকে নতুন ঘর ‘বীরনিবাস’র চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এই নতুন ঘরের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের ৩০ হাজার একতলা পাকা ঘর তৈরীর প্রকল্প গ্রহন করেন। প্রকল্প বাস্তবায়নে ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় নির্ধারন করা হয়। যা ২০২১ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। এটি বাস্তবায়নে অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় এমপির মনোনীনত প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত প্রতিনিধি, মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক মনোনীত বীরমুক্তিযোদ্ধা প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সমন্বয়ে গঠিত যাচাই-বাছাই কমিটি একটি তালিকা প্রণয়ন করেন।
১৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে দুই বেড, দুই টয়লেট, ডাইনিং ও কিচেনসহ ৬৩৫ বর্গফুটের এই ‘বীর নিবাস’ তৈরী করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বীর নিবাস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন প্রমূখ।