মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কার্যপরিকল্পনা অর্জন, নিরোধ আইন-১৭ ও বিধিমালা ১৮ বিষয়ে সাংবাদিকদের অংশগ্রহনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে সদর উপজেলার জগন্নথাপুরস্থ আরডিআরএস’র ইউনিট অফিসে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উন্নয়ন সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় ওরিয়েন্টেশনে ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অঃ দাঃ) মোছাঃ জিন্নাতারা ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, বিশেষ অতিথি আরডিআরএস’র বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝরণা বেগম, রংপুর ডিভিশনাল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান সরকার, রিজিওনাল ম্যানেজার মোঃ গোলজার হোসেন, সাংবাদিক আব্দুল লতিফ, জাকির মোস্তাফিজ মিলু, আসাদুজ্জামান শামিম, সামসুজ্জুহা, শাহ্ মোঃ নাজমুল ইসলাম, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
ওরিয়েন্টেশনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (১৮-২৩) অর্জনে করনীয় বিষয়ক বিভিন্ন গুরুত্বুপুর্ন বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।
Leave a Reply