মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে সম্মিলিত মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা’দের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বি আখড়া ক্লাস্টার আয়োজনে সম্মিলিত মা সমাবেশ ও শ্রেষ্ঠ মা’দের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বি আখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলার চেয়ারম্যান জনাব এডভোকেট অরুণাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব রুনা লায়লা, ক্লাস্টার অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মমতাজ ফেরদৌসী,উপজেলা রিসোর্স সেন্টার ইন্সপেক্টর জনাব মোঃইকবাল হোসেন এবং বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি মহোদয়,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক এবং মা অভিভাবক বৃন্দ।
বক্তারা মা’দের উদ্দেশ্যে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন করে ৮০ জন শ্রেষ্ঠ মা’কে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।