মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলীর ২নং
কুকুয়া ইউনিয়ন পরিষদের (ভি ডাব্লিউ ২০২৩-২০২৪) অর্থ বছরের ভিজিডি চক্রের তালিকায় অন্তর্ভুক্ত সুবিধা ভুগীদের মাঝে (ভিজিডি চালের কার্ড) হস্তান্তর করা হয়েছে।
(১১ফেব্রুয়ারী শনিবার) বেলা ১১ টার দিকে উক্ত পরিষদ কার্যালয় থেকে ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সুবিধা ভুগীদের মাঝে উক্ত অর্থ বছরের ভিজিডি চক্রের (ভিজিডি চালের কার্ড) বিতরণ করা হয়।
উক্ত ভিজিডি’র চালের কার্ড বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বোরহান উদ্দিন আহমেদ (মাসুম তালুকদার), সচিব কাওছার আহমেদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান
মোঃ জহিরুল ইসলাম মাতুব্বর,
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ
আউয়াল হাওলাদার, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জালাল হাওলাদার, সংরক্ষিত আসন ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ তাছলিমা বেগম, গ্রাম আদালত এর পেশকার মোঃ স্বপন মিয়া ও ইউ, ডি,সি উদ্যেক্তা মোঃ জাকারিয়া সহ অর্থ বছরের তালিকা ভুক্ত ভিজিডি চক্রের
সুবিধা ভুগীগন।
প্রসঙ্গত; ২ নং কুকুয়া ইউনিয়নে
উক্ত অর্থ বছরে ভিজিডি চক্রের
সুবিধা ভুগী (উপকারভুগী) ৩১৩
জনের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যায়।
Leave a Reply