নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে ৭৪ লক্ষ টাকার ৮টি স্বর্ণের বার উদ্ধার
যশোর বেনাপোল পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এ সময় কাউকে আটক করতে পারেনি। ১১ই ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রাম থেকে এ স্বর্ণ উদ্ধার করেছেন বিজিবি।
এ খবর নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের সজলের মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটা চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে আঘাত করলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় এবং তারা দ্রুত পালিয়ে যান। পরে সে ব্যাগটি তল্লাশি করে তার মধ্যে থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার টাকা।
এব্যাপারে বিজিবির অধিনায়ক বলেন সিমান্তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।