আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ।নেত্রকোণার ঐতিহ্যবাহী মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মহামান্য হাইকোর্টের আদেশে গত ৭/২/২০২৩ তারিখে নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে পেয়ে এই আদেশ প্রদান করেন।সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোস্তাফিজুর রহমান আকন্দ (মোশতাক)। দীর্ঘদিনের দাতা সদস্য (প্রতিষ্ঠাতা) মরহুম মোক্তাল হোসেন সাহেবের একমাত্র সুযোগ্য ছেলের নাতি তিনি।চার প্রজন্ম থেকে এই প্রতিষ্ঠানে তারা দাতা সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।ব্যক্তি জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক।
এছাড়াও এ কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, সাইফুল ইসলাম, মোঃ ইদ্রিস আলম,রফিকুল ইসলাম ও ফারুক হোসেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ এর চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে উক্ত কমিটি প্রথম সভা থেকে কার্যকর বলে গণ্য হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২২ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।মহামান্য হাইকোর্টের আদেশে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচিত সভাপতি হিসেবে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,”শুধু সভাপতি হিসেবেই নয়, আজীবন দাতা সদস্য হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করে যেতে চাই এবং বিদ্যালয়ের ও সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই। ”
তিনি সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেন।
Leave a Reply