তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে মাদকের উদ্ধার অভিযান পরিচালনা করার সময় নাবিল পরিবহন থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
আটককৃত ব্যক্তিরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকার মোহাম্মদ উল্লাহ (২৬) এবং একই এলাকার আব্দুর রহিম (২৫)। উদ্ধার এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। তাঁরা দুজনেই ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান তাঁরা।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক শরীফ উদ্দীন বলেন, মাদকের বড় চালান আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের ওই দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে স্বর্ণের দোকানে পরীক্ষা করলে দোকাদার এগুলোকে ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত করেন।
এছাড়া ওই অভিযানে অন্য একটি বাস থেকে পাঁচ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। আটক দুই নারী হলেন বাগেরহাটের শরনখোলা পশ্চিম বানিয়াখাল এলাকার রুহুল আমিনের স্ত্রী হাবিবা খাতুন (৩০) ও পঞ্চগড়ের পশ্চিম জালাল্লাহর মৃত খলিলুর রহমানের স্ত্রী সুমি আক্তার( ৪০)।
উপপরিচালক আরও বলেন, আটক দুজন স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তাঁদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply