কে,এম,মোজাপ্ফার হুসাইন
মণিরামপুর উপজেলার সড়ক গুলো যেন মৃত্যুর মিছলে রুপান্তির হয়ে উঠেছে।
মণিরামপুর টু চুকনগর মহাসড়কের সুন্দরপুর দীপ্র ভাটা সংলগ্ন মেন সড়কে আজ আনুমানিক সাড়ে বারটার দিকে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে বিজয়রামপুর গ্রামের জমসেদ কবিরাজের মেঝ ছেলে দুই শিশু সন্তানের বাবা ভ্যান চালক হোসাইন (২৮) নিহত হয়।তবে ঘটনা স্থলে কোন লোকজন না থাকায় মাইক্রোবা চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়। দূর্ঘটনার সংবাদ পেয়ে মনিরামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
Leave a Reply