কে,এম,মোজাপ্ফার হুসাইন
ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার বরাশুর নামক স্থানে যশোরগামী পিকনিকের বাস দূর্ঘটনা এক জন নিহত ও অপর ৩৫ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মারাত্মক আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে করতে এসেছিলো। ফেরার পথে তাদের বহনকারী একটি বাস দূর্ঘটনার কবলে পড়ে। অন্যগাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বিদ্যুত বিশ্বাস(৫০)।তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।
কাশিয়ানী থানার এস,আই দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী)রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া থেকে পিকনিক শেষে যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামে ফিরছিল শিক্ষাসফরে আসা শিক্ষার্থীরা। পথিমধ্যে ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এসময় অন্ততঃ ৩৬ জন আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত ঘোষনা করেন।
Leave a Reply