অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মশরহাটী শামসুল উলুম হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার মশরহাটী মাদরাসা সংলগ্ন এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, প্রধান পরিচালক অভিনব শিল্পী গোষ্ঠী ঢাকা হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন আল আজাদ ও দ্বিতীয় বক্তা ছিলেন, নওয়াপাড়া পীরবাড়ি শাহী মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম (দা. বা.)। মাহফিলের প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়াও এলাকার গণ্যামাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply