আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস ক্লাব,নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়াস্হ অফিসে এক জরুরি সভার আয়োজন করা হয়। আজ বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম তালুকদার। প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও সাপ্তাহিক পারাপার পত্রিকার সম্পাদক খালেদুজ্জামান পারভেজ বুলবুল।
উক্ত জরুরি সভায় বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখাসহ উপজেলা পর্যায়ের খোঁজ-খবর নেন ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান খান (তৌহিদ), সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক সুস্হির সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এইচ সামাদ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, মোহনগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বুলবুল আহমেদ, সাংবাদিক শরীফ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকারের কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এ সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান। গভ ঃ রেজিঃ নং- ৯৮৭৩৬/১২।