মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মুসলিম হোস্টেল এলামনাই এসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমার্ধে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আব্দুল করিম এবং দ্বিতীয়ার্ধে অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার নুরুল ইসলাম বাহাদুর।
” স্মৃতিকাতরতায় প্রজন্মান্তরে, প্রত্যেকে মোরা পরের তোরে” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে
১৯৬৪ থেকে ২০১৪ সালের বিভিন্ন ব্যাচে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান দুলু।প্রধান আয়োজক ছিলেন সারোয়ার মোর্শেদ সালু।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৯৮৬ ব্যাচের সকলের কাছে হিরু ভাই নামে পরিচিত সকলের প্রিয়জন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন,মামুন, কমল,সোহাগ,রেজা,জবাইদুর,আসাদ,ফয়সাল,আহসান হাবিবসহ অনেকে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ১৯৮৭ ব্যাচের আশরাফুল ইসলাম রেজভী, ৮৪ ব্যাচের ডাক্তার বাহাদুর,৮৫ ব্যাচের তুহিন,ইস্রাফিল,আব্বাস আলী,ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম,৮৭ ব্যাচের খাদেমুল ইসলাম ও বাচ্চু।
পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে আনন্দে মাতেন সবাই।
পরিশেষে লটারি অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।