মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
দীর্ঘ কয়েক বছর পর ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন প্রেস ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর জীবন মহলে এবারের বনভোজন পালন করা হয়।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে ও ক্লাবের সভাপতি মনসুর আলী এবং সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান মিঠুর ব্যবস্থাপনা ও নির্দেশনায় বনভোজন উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় বেশ কয়েকটি মিনিবাস, মাইক্রো বনভোজনের উদ্দেশ্যে ছাড়ে। পরে দিনাজপুর সদর উপজেলার পিকনিক স্পট “জীবন মহলে” পিকনিকে অংশগ্রহনকারীগণ প্রবেশ করেন। সেখানে ১ঘন্টা আনন্দের পর পাশ্ববর্তী বিরল উপজেলার আরেক স্পট “চঞ্চল রিসোর্টে” যায় সাংবাদিক ও তাদের পরিবারের লোকজন। সেখানে সাংবাদিক, তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন রাইডে আনন্দ উদযাপন শেষে পুনরায় জীবন মহলে বিকেল পর্যন্ত চলে বিভিন্ন খেলাধুলা।
খেলাধুলায় প্রেস ক্লাবের সদস্য, তাদের সহধর্মীনী, বাবা-মা, ভাই-বোনসহ অন্যান্য সাংবাদিক ও তাদের অতিথিগণ অংশগ্রহন করেন। খেলা পরিচালনা করেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামিম। খেলা সহযোগিতায় ছিলেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আব্দুল লতিফ, ফাতেমা তু ছোগড়া, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, সদস্য আহসান হাবিব বুলবুলসহ অন্যান্যরা। এ সময় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে জীবন মহলের হলরুমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারী ও বিভিন্ন খেলায় অংশগ্রহনকারীগণের মাঝে পুরস্কার বিতরণ করেন সভাপতি, সম্পাদকসহ পিকনিক পরিচালনা কমিটির সদস্যরা।