নিজস্ব প্রতিনিধি:
যশোর ঝিকরগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২২বোতল বিদেশী মদসহ আটক করেছেন এক মাদক ব্যবসায়ীকে। ৩০ জানুয়ারি সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম ঝিকরগাছা থানার, উপজেলা মোড় এলাকায় এক অভিযানে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার গোপালনগরের সুরুজ আলীর ছেলে আব্দুর রহমান (৪০) কে ২২ বোতল বিদেশী মদসহ আটক করেছেন। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বে আরো ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply