নিজস্ব প্রতিনিধি : যশোর জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ১টি ওয়ান স্যুটারগান ২রাউন্ড গুলি ও ৭কেজী গাঁজা সহ আটক করেছেন ৩জনকে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা গোয়েন্দা সংস্থা এক প্রেস ব্রিফিংয়ে বলেন,
২৬ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে ডিবির এসআই মোঃ শাহিনুরের নেতৃত্বে একটি টিম যশোর সদরের শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে শংকরপুর চাতালের মোড় রহিমার বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম মিঠু (৩৩) কে ১টি ওয়ান স্যুটারগান ও ২রাউন্ড গুলি সহ আটক করেছেন।
উক্ত আসামি কে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে ডিবির এসআই নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম, যশোর বেনাপোলের রায়পুর থেকে,ওই দিন রাত সাড়ে চারটার দিকে ৭কেজী গাঁজা সহ রায়পুরের বিল্লাল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম এবং ঘিবা গ্ৰামের শহিদুল সর্দারের ছেলে আহসান সর্দারকে আটক করেন।
তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লক্ষ দশ হাজার টাকা। এ সংক্রান্তে আসামি দ্বয়কে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় প্রেরণ করা হয়েছে।
Leave a Reply