মাইকেল মধুসূদন
শেখ আলী আকবার সম্রাট
সাগরদাঁড়ি, কেশবপুর যশোর।
কবি তুমি মায়ের মতই ভালো
গায়ের মত সচ্ছল তুমি জন্মভূমি।
আজ দূরেরও শহর চয়ন করিয়া
হেরিতে পাই তোমা দৃশ্যলোক
মধুসুধা পান করি সতত মেলে সুখ।
কবিপ্রেমে কাব্যটানে গুঞ্জন কূজন কুহিলীকা
সতত গমন আগমন মধু আলয় মেলা দেখা।
কবি তুমি ঐশ্যরিক সৃষ্টির একদান
তোমা পেয়ে ধন্য যশোরের সম্মান।
কবিদেহ জুড়েসব কলরব গায় গান
আনন্দ উচ্ছ্বাস কপোতাক্ষে ডাকে আমোদ বান।
সতত পর মনে বিরাজে আশা
পূর্ণ সাধনে পূর্ণ ভালবাসা।
Leave a Reply