মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। বুধবার পৌর শহরের এনামুল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোঃ আসাদ (২৮) ও মোঃ রাশেদুল (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশেদুল ও আসাদ মটরসাইকেলে প্রেট্রোল নেওয়ার জন্য এনামুল পাম্পে প্রবেশ করছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে একটি ধানভর্তি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। নিহত রাশেদুল পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার আব্দুল জব্বারের ছেলে ও আসাদ শহরের শাহ্পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ঘটনার পর পরই স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত দুজনের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।