মতিন গাজী
যশোরর অভয়নগরে আইএফআইসি ব্যাংক নওয়াপাড়া শাখার আয়োজনে বাহারি পিঠার সমারাহ ‘প্রতিবেশী সমাবেশ-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নওয়াপাড়া বাজার এলবি টাওয়ারের ২য় তলায় ব্যাংকের ভেতরে এ উৎসব উদ্বাধনী অনুষ্ঠানর আয়োজন করা হয়। নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বাধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুৎ নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম মল্লিক,নওয়াপাড়া ইনস্টিটিউটর সিনিয়র সহ-সভাপতি মোবারক হাসন সরদার,গ্রাহক মীর আহমদ হাসান মটু, রেজাউল ইসলাম মনি,মশিউর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ,সদস্য ডিআর আনিস, জাকির হাসন হৃদয়, তাওহীদ হাসান ওসামাসহ বিভিন ব্যাংকর কর্মকর্তাবদ। অনুষ্ঠানের সভাপতি মিজানুর রহমান জানান, লাকজ সাং¯তির সঙ্গ পরিচিতি ঘটানা এবং আইএফআইসি ব্যাংকের গ্রাহক পরিচিতি করার লক্ষ এ প্রতিবেশী সমাবেশের আয়াজন করা হয়ছে।