নিজস্ব প্রতিনিধি //
যশোর সদরের বসুন্দিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দেব বিশ্বাস (৫০) নামে একজন নসিমন চালক। বসুন্দিয়া – নড়াইল সড়কের মেজোর বাড়ির তেমাথা নামক স্থানে (২৪ জানুয়ারি) মঙ্গলবার সকালে বিছালি বাহি নসিমনকে ট্রাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এসময় আসেপাশের লোকজন ছুটে এসে নসিমনের চালককে উদ্ধার করে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান, সেখানে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন।
তাৎক্ষণিকভাবে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নসিমন চালক হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার চাচুড়িয়া গ্ৰামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে ,দেব বিশ্বাস (৫০) এব্যাপার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান বলেন, নিহত নসিমন চালকের লাশ যশোর ২৫০শয্যা হাসপাতালে রয়েছে, লাশের ময়নাতদন্ত এবং মামলার বিষয় যশোর কোতয়ালী মডেল থানা কর্তৃক প্রক্রিয়ধীন ।
Leave a Reply