মোঃশফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সর্বো উত্তরে হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত ঠাকুরগাঁও জেলা। শীতের সময় সারাদেশে বিভিন্ন অঞ্চল থেকে ঠাকুরগাঁও এ প্রচন্ড শীত অনুভব হয় ৷ এমন শীতে নিম্নবিত্ত, শ্রমজীবী, ও দলীয় নিম্ন আয়ের পরিবারের শীত নিবারণের জন্যে অনেক কষ্টকর হয়ে ওঠে। এমন অবস্থায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো সাব্বির ইসলাম নিজ উদ্যোগে, তার সামর্থ্য অনুযায়ী তৃণমূলের এই মানুষের মাঝে এবং বাংলাদেশ ছাত্রলীগের একটি পজেটিভ চিন্তা ভাবনা ও অন্যান্য সমর্থ্যবান মানুষেরা যেনো অনুপ্রানিত হয়, তাই তিনি ছাত্রলীগের ব্যানারে খেটে খাওয়া মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এই বিষয়ে আমাদের রিপোর্টার সাব্বির ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,
বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে একটি প্রাচীন ঐতিহ্যবাহী সংগঠন। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সব ধরনের কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ৷ বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও সাধারণ সম্পাদক শেখ ইনান ভাই, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে ” স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ করতে চেয়েছেন, তার জন্যে প্রয়োজনে আমাদের জেলা ও উপজেলার স্মার্ট ছাত্রলীগ কর্মীদের। আমি মনে করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এর জন্যে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” ।
তৃণমূল ও খেটে খাওয়া মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ছাত্রলীগের সকল স্থরের কর্মীদের ও জেলা উপজেলায় দায়িত্বে থাকা কর্মীদের৷ আমি আশা করি আমাদের সকল কর্মীরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের সহিত কাজ করলে আগামীর বাংলাদেশ হবে ” স্মার্ট বাংলাদেশ “। জননেত্রী শেখ হাসিনা সরকার ২০০৮ সাল থেকে ক্ষমতায় আছেন। এর আগে উত্তর অঞ্চল বিশেষ করে ঠাকুরগাঁও এর মানুষ কৃষি নির্ভর হয়ে চলার কারণে জীবন যাত্রার মান অন্যান্য জেলার তুলনায় কম ছিলো। কিন্তু সাম্প্রতিক কালে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে ঠাকুরগাঁও সহ আশে পাশের জেলার মানুষজন এখন শীত নিবারণের জন্যে সয়ং সম্পূর্ণ৷ বলা যায় এই এক যুগে শীতের তীব্রতায় প্রাণ হানীর সংখ্যা শূন্য। ছাত্রলীগের জন্যে কাজ করে যাওয়ার ইচ্ছা আমার। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে৷ আমি যেমন বর্তমান ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের একজন পোস্ট ধারী কর্মী। আমার জন্মদাতা পিতাও ছিলেন ঠাকুরগাঁও মহকুমার কয়েকটি ইউনিটের সাবেক কর্মী, এ ছাড়াও তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১০ নং জামালপুর ইউনিয়নের,এর পরে তিনি বাংলাদেশে আওয়ামীলীগের ক্রমান্বয়ে অনেক অঙ্গসংগঠন ও মুল সংগঠনের দায়িত্বে ছিলেন। তাই ছাত্রলীগের প্রতি একটা পারিবারিক টান থাকে আমার৷