সবুজের খামে রক্তিম চিঠি পেলাম
� বাংলাদেশ �
সম্রাট
সবুজের খামে রক্তিম চিঠি পেলাম।
একজন কাব্যিকের হাতে লেখা।
লক্ষ আবৃত্তিকারের ইতিহাস,
সবুজের পটে বয়ে যায় রক্তের শ্রোত,,,,,,,,,
সন্তানহারা মায়ের অশ্রুর কালিতে লেখা নাম।
একটা রক্তিম চিঠি পেলাম।।
পাঠকের নয়নে ফুটে ওঠে সংগ্রামের ইতিহাস।
প্রথম লাইনেই ৭ই মার্চের ভাষণ।
একজন কাব্যিকের বিদ্রোহী উক্তি,
তারপর ইতিহাস ;
লক্ষ আবৃত্তিকারের তাজা রক্তের ইতিহাস!
সবুজপটের দ্যুর্বাদলের শক্তির ইতিহাস।
সন্তানহারা মায়ের শক্তির ইতিহাস।
একটা গন্ধমাখা রক্ত-দাগের চিঠি পেলাম পরিশেষ।
সবুজের খামে রক্তিম চিঠি পেলাম,বাংলাদেশ।
Leave a Reply