মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইএসডিও’র পক্ষ থেকে শীতকালীন প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ সংস্থার প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র আয়োজনে ও মুসলিম এইডের সহযোগিতায় শীতকালীন প্যাকেজ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়া, বিশেষ অতিথি মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কো-অর্ডিনেটর (এডুকেশন) মোঃ শাহ্ ওয়ালিউল্লাহ, ইএসডিও’র এপিসি নির্মল কুমার মজুমদার প্রমুখ।
এ সময় ৫শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে জনপ্রতি ৩ হাজার করে নগদ অর্থ ও শীতকালীন প্যাকেজ বিতরণ করা হয়। প্যাকেজের মধ্যে রয়েছে কার্টিগেন, ভ্যাসলিন, উলের পায়ের মুজা, মাথার মাঙ্কি ক্যাপ ও একটি ব্যাগ। অনুষ্ঠানে ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।