মোঃশফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টোকহোল্ডারদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ বাবলুর রহমান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগারওয়ালা, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আশরাফি জাকারিয়া, পরিদর্শক অবিনাশ চন্দ্র রায় প্রমুখ। জেলার বিভিন্ন পাট ব্যবসায়ী, পাট অধিদপ্তরের কর্মকর্তা ও স্টোকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ ও পাট আইন ২০১৭ সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে জেলা পর্যায়ে গঠনকৃত মনিটরিং কমিটির সভাও একইসাথে অনুষ্ঠিত হয়।