কে,এম,মোজাপ্ফার হুসাইন
যশোরের মনিরামপুরে ভ্যান চুরির অভিযোগে তিন চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার হালিমপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০), একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে কবির হোসেন (৩৯) এবং মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের সৈয়দ মাহামুদপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্বাস গাজী (৪৯) । পুলিশ আব্বাস গাজীর বাড়ি থেকে চোরাই পাঁচটি ভ্যান উদ্ধার করেছে। মনিরামপুরের হেলাঞ্চি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, গত শনিবার দিবাগত রাতে হেলাঞ্চি গ্রামের অমল বারিকের বাড়ি থেকে শিকলি কেটে ভ্যান নিয়ে যায় চোরেরা। ওই রাতেই হেলাধি হাসপাতাল মোড়ের নৈশপ্রহরীরা ভ্যান চুরির সরঞ্জামসহ বাবুলকে আটক করে। পরে খেদাপাড়া ক্যাম্পের পুলিশকে খবর দিলে তাঁরা এসে বাবুলকে নিয়ে যায়। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল ভ্যান চুরির কথা স্বীকার করে। তখন সে সহযোগী কবির হোসেনের নাম বললে সোমবার (১৬ জানুয়ারি) ভোরে যশোর সদরের হালিমপুর থেকে কবিরকে আটক করা হয়। এরপর তাঁদের দুজনের স্বীকারোক্তিতে মনিরামপুরের সৈয়দ মাহমুদপুর গ্রামে আব্বাস গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটকসহ পাঁচটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার ও সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল জনাব আশেক সুজা মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক। মণিরামপুর থানা পুলিশ চোরাই ভ্যান উদ্ধারে মাঠে নামি। সবার অক্লান্ত পরিশ্রমের ফলে ৩ চোরসহ চোরাই ৫ ভ্যান দ্রুত উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ভ্যান মালিক অমল বারিক বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটক তিন জনকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়েছে।