মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যয় এ বছরও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকালে প্রেসক্লাব চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থা মুন্সিপাড়া ঠাকুরগাঁওয়ের সভাপতি/সাধারণ সম্পাদকের আয়োজনে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী কবিরাজ, সহ সভাপতি মিন্টু মোল্লাহ, সাধারণ সম্পাদক মাসুম মোল্লাহ, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সদস্য মোঃ খোকনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য ২ শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী কবিরাজ জানান, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সংস্থা একটি সেবামূলক সংগঠন। প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়। এ বছরও সংগঠনের প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, উপদেষ্টা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহঃ সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর আ’লীগের সভাপতি একরামুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মুন্সিপাড়া এলাকার সমাজসেবক মোছাঃ মমতাজ বেগম সহ সকল উপদেষ্টামন্ডলীর নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ করা হলো।