মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যয় এ বছরও এমজেএল বাংলাদেশ লিঃ এর পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার বিকালে পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের মেসার্স সরকার মটরস এর আয়োজনে ও এমজেএল বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ সোলেমান আলী, বিশেষ অতিথি মেসার্স সরকার মটরস এর প্রোপ্রাইটর সুদাম সরকার, এসজেএল বাংলাদেশ লিঃএর ডেপুটি ম্যানেজার ফজলে লোহানী, সিনিয়র এক্সিকিউটিভ সাকিব হোসেন, রেজাউল করিম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল সহিদ বাবু, পৌর কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলিসহ কোম্পানীর বিভিন্ন কর্মকর্তাগণ। এ সময় শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য ৬ শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।