নিজস্ব প্রতিনিধি :
যশোরের মনিরামপুর চালকিডাঙ্গা বাজারে পিকআপের ধাক্কায় আলমগীর শেখ (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১২ জানুয়ারি দুপুরে চালকিডাঙ্গা বাজার সংলগ্নে, যশোর- চুকনগর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আলমগীর শেখ, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাংঙ্গা গ্রামের নুরুল শেখ এর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান যশোর থেকে বিছালি ক্রয় করে ইঞ্জিন বাহিত নসিমনে বাড়ি ফিরছিলেন আলমগীর শেখ ।পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌঁছালে পেছন দিক থেকে মাছ বাহি পিকআপ ধাক্কা দেয়, সামনে একটি ট্রাকে সাথে নসিমন ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে নসিমন দুমড়ে-মুচড়ে যায় এবং নসিমন চালক পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মনিরুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামন বলেন, যশোর থেকে বিচলী বোঝাই নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন আলমগীর। পথিমধ্যে চালকিডাঙ্গা বাজারে পৌঁছালে পেছন থেকে মাছ বাহি পিকআপ ধাক্কা দিলে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকে ধাক্কা খায়।
এতে নসিমন দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর। পরে উদ্ধার করে নিহত নসিমন চালকে মণিরামপুর হাসপাতালে ও দুর্ঘটনা কবলিত নসিমন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।