মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও শীতার্ত অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার হরিপুর উপজেলার শীতলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র আয়োজনে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যগণ। এ সময় আশপাশের এলাকার ৫ শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে দিনব্যাপী প্রায় ৬শতাধিক রোগী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা, ব্যবস্থাপত্র ও ঔষুধ সুবিধা নেন।
উল্লেখ্য, এর আগেও ঠাকুরগাঁও বিজিবির পক্ষ থেকে জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শীতার্ত, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওই দিন গোগর ঈদগাঁহ মাঠে ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।