1. admin@gangchiltv.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার শানতলা নামক স্থানে ট্রাক এর চাপায় নিহত ২

  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৫৮ ৯৬বার পঠিত

 

ইয়াছিন আরাফাত :স্টাফ রিপোর্টার যশোর।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার শানতলা পেপসি কোম্পানির সামনে ট্রাক চাপায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে মোটরসাইকেল চালক হযরত আলী (৩৫) ও

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের ইসহাকের ছেলে বুলু (৪০)।


যশোর কোতোয়ালি মডেল থানার এস আই তাপস জানিয়েছেন, ঘটনার সময় তারা দুইজন মোটরসাইকেল করে যশোর শহরের ধর্মতলার দিকে আসছিলেন।
পথিমধ্যে শানতলা পেপসি কোম্পানির সামনে পৌঁছালে পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুই জন মারা যান। বারোবাজার হাইওয়ে পুলিশের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত আলী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে বুলু বারোবাজার থেকে হযরত আলীর মোটরসাইকেলে করে ( যশোর -হ ১৫-২২০৫) যশোর শহরের ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৬:১৯)
  • ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © গাঙচিল টিভি ©
Theme Customized By Shakil IT Park