নিজস্ব সংবাদদাতা :
যশোরের অভয়নগরে প্রকাশ্যে গুলি করে এক মৎস্য ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সুব্রত মন্ডল অভয়নগর উপজেলার দামুখালি গ্রামের অনাদি মন্ডলের ছেলে। ঘটনাটি ঘটেছে ১১ই জানুয়ারি বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালি স্কুল মাঠের পাশে। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত সুব্রত মন্ডল অভয়নগর উপজেলাধীন ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন। তিনি ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান।
মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এ ঘটনায় চরমপন্থিরা জড়িত থাকতে পারে। তারাই ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করতে পারে বলেও মন্তব্য করেন ওসি।