1. admin@gangchiltv.com : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা নড়াইলের জঙ্গলগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গলাচিপায় দুস্থ অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন নড়াইলের পেড়লী যুবলীগ কর্মী আজাদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সরকারের উন্নয়ন মূলক কাজ জনগনের মাঝে তুলে ধরার লক্ষে মুক্তিযোদ্ধাদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে; সাবেক মন্ত্রী শাজাহান খান। যশোরে ডিশ বাবুর বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে মারপিটের অভিযোগ নড়াইল কালিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভীড়  দুই সাংবাদিকের মৃত্যুতে নড়াইলে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত।

রাজবাড়ীতে ইটভাটায় কয়লার ব্যবহার নেই, অবাধে পুড়ছে কাঠ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৬১ বার পঠিত

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে একের পর এক অভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। জেলায় মোট ৮৭টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৬৪টিরই ছাড়পত্র ও লাইসেন্স নেই। এসব ইটভাটার বেশিরভাগই গড়ে উঠেছে ফসলি জমিসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায়। প্রতিটি ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি উজাড় হচ্ছে পরিবেশের বন্ধু গাছ।

ইটভাটা মালিকরা বলছেন, কয়লার দাম বেশি হওয়ায় তারা বাধ্য হয়ে কাঠ-খড়ি পোড়াচ্ছেন। তবে সরকারের নির্দেশনা মেনে দ্রুততম সময়ের মধ্যে কয়লায় ইট পোড়ানো শুরু করবেন।

বেশ কয়েকটি ইটভাটা পড়েছে পৌরসভার মধ্যে। মহাসড়কের পাশে ভাটা হওয়ায় মাটি বহনকারী ট্রাক চলাচলে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে সড়কগুলো।
সরেজমিন ঘুরে দেখা যায়, জেলার প্রায় সব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিটি ভাটায় বড় রড় কাঠের স্তূপ। শ্রমিকরা কাঠ চেরাই করে জ্বালানির জন্য প্রস্তুত করছেন। প্রতিদিন এসব ভাটায় হাজার হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে।

স্থানীয় আলাউদ্দিন শেখ, রেজাউল মোল্লা, হারেজ মোল্লা বলেন, মাটি নিয়ে ট্রাকগুলো যাওয়ার সময় রাস্তার ধুলাবালি ঘরে উড়ে এসে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্রে ধুলার আস্তরণ পড়ে যায়। অনেক সময় খাবারে ধুলা এসে পড়ায় না খেয়েই উঠে যেতে হয়। মাটি মিক্সার করা মেশিনের শব্দেও অতিষ্ঠ আমরা।’

মোটরসাইকেল চালক আবু সাঈদ, ভ্যানচালক রাজিব ও আবুল কালাম আজাদ বলেন, ট্রাক থেকে সড়কে পড়ে থাকা মাটি সামান্য বৃষ্টিতে পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে ওঠে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। যারা দেখবে তারা বড় বড় নোট নিয়ে বসে আছে।’

আর অ্যান্ড বি ইটভাটার ম্যানেজার আনিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ভাটায় খড়ি পোড়াচ্ছেন। তবে কয়লাও পোড়াবেন। এরই মধ্যে কিছু কয়লা আনা হয়েছে।

এ কে এম ভাটার ম্যানেজার রুহুল আমিন বলেন, কয়লার পোড়ানোর সব প্রস্তুতি তাদের রয়েছে। কিন্তু কয়লার অতিরিক্ত দামের কারণে কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানো শুরু করেছেন। খুব শিগগির কয়লা ব্যবহার করবেন।

এস বি এস ইটভাটার মালিক বদরুল সরদার জাগো নিউজকে বলেন, ‘কীভাবে কাঠ পোড়াচ্ছি, তা ডিসি অফিসে গিয়ে সাক্ষাৎকার নেন। উনারা ভালো বলতে পারবেন।’

কে বি ইটভাটার ম্যানেজার অতুল ঘোষ। তিনি বলেন, কয়েকবছর এভাবে চললেও আশপাশে কোনো ক্ষতি হয়নি। গতবছর কয়লায় ইট পুড়িয়েছেন। কিন্তু এবার কয়লার দাম বেশি হওয়ায় কাঠ পোড়াচ্ছেন। তবে তাদের কাগজপত্র সব ঠিক আছে।

ডি এস বি ভাটার মালিক খায়রুল হাসান বিন্দু ও ৭৭৭ ভাটার মালিক টুটুল জানান, দুই বছর আগেও কয়লার দাম ছিলে সাড়ে ৭ থেকে সাড়ে ৮ হাজার টাকা টন। এখন সেই কয়লার দাম হয়েছে ৩০ হাজারের বেশি। তারপরও কয়লা সব সময় পাওয়া যায় না। ফলে তাদের জন্য ভাটা চালানো কষ্টকর হয়ে পড়ছে।

তারা বলেন, কয়লায় ইট পোড়ালে এক হাজার ইট কমপক্ষে ১২ হাজার টাকায় বিক্রি করতে কবে। এতে ব্যবসায় প্রভাব পড়বে। তবে কয়লার দাম কমানো হলে তাদের মতো ভাটা ব্যবসায়ীরা একটু বাঁচতেন।

এ বিষয়ে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন অবৈধ ইটভাটায় প্রতিবছর অভিযান পরিচালনা করা হয়। এবারও মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কিছু্ ইটভাটাকে জরিমানা করা হয়েছে। রাজবাড়ীর অবৈধ ইটভাটা বন্ধে আপ্রাণ চেষ্টা করবেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ইটভাটা মালিকদের নীতিমালা সম্পর্কে জানানোর পাশাপাশি জ্বালানি কাঠ পোড়ানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অভিযোগ পেলে জেলা প্রশাসন ও তাদের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করছে। এটি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • রবিবার (সন্ধ্যা ৬:৪৮)
  • ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  গাঙচিল টিভি
Theme Customized By Shakil IT Park