মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যয় এ বছরও ঠাকুরগাঁওয়ে সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার বিকালে সদর উপজেলার দেবীপুর ইউপির মুজাবর্নি ফাউন্ডেশনের নিজস্ব কোল্ড ষ্টোরেজ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মোখলেসুর রহমান রাজু, সেফ হাসপাতালের ম্যানেজার মোঃ রাজিউল হাসান, জায়ান্ট গ্রæপের ম্যানেজার মোঃ সায়েদ বিন এরশাদ, কোল্ড ষ্টোরেজের ম্যানেজার শাহিনুর আলম, স্থানীয় রুবেল চৌধুরীসহ কোল্ড ষ্টোরেজ, বাংলা সীডস কোম্পানী ও সেফ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। এ সময় সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শীতের তীব্রতা থেকে শীত লাঘবের জন্য ৫ শতাধিক দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইতিপূর্বেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। আগামীতেও বড় পরিসরে এ জাতীয় বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।
Leave a Reply