আশিকুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় আজ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,নিহত শিশু উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের মোঃ ওয়ালিদ মিয়ায় ছেলে। শিশুর নাম আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, বসত বাড়ির পাশে হাঁসের বাচ্চার সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই বছর বয়সী শিশু আব্দুল্লাহ।
অনেকক্ষণ ধরে শিশুটিকে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।