আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
মানুষের দোড়গোড়ায় সেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে হযরত ওমর ফারুক (রা.) এর মানবিক কার্যক্রম সারাবিশ্বে অনুস্মরণীয়।
তেমনি ভাবে আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার ‘জনাব শাকিল আহমেদ’ এবং সহকারী কমিশনার (ভূমি) ‘জনাব মোস্তাফিজুর রহমান’ এর মানবিকতা ও সহমর্মিতায় আমাদের আটপাড়া উপজেলায় উদ্ভাসিত হচ্ছে।
স্যারদের সেচ্ছাসেবী কার্যক্রমগুলো”রক্তদানে আটপাড়া” পরিবারের ভলান্টিয়ারদেরকে অনুপ্রাণিত করেছে।
“রক্তদানে আটপাড়া”টিমকে সাথে নিয়ে মাননীয় ইউএনও মহোদয় রাতের অন্ধকারে শীতার্ত মানুষের খুজে শীতবস্ত্র নিয়ে পাড়ায় পাড়ায় চলে যান এবং “রক্তদানে আটপাড়ার” ভলান্টিয়ারদের সহযোগিতায় শীতার্ত এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।স্যারের কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা আটপাড়া বাসী সত্যিই বিমুগ্ধ ও গর্বিত।
আমরা আশাবাদী উনাদের নির্দেশনায় “রক্তদানে আটপাড়া” পরিবার প্রতিটা মানুষের মুখে হাসি ফুটাতে পারবে।