মতিন গাজী
(যশোর অভয়নগর প্রতিনিধি)
যশোরের অভয়নগর নওয়াপাড়া সড়কে ইজিবাইক চলাচলে সচেতনতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জাফরপুর স্কুল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইজিবাইক মালিক সমিতির সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসির সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুলসহ অন্যান্যে নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইজিবাইক মালিক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা হাইওয়ে সড়কে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন এবং বাইপাস সড়কে সচেতনভাবে গাড়ি চালানোর কথা উল্লেখ করে বলেন,সকল চালককে সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে,দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন মূলক সঠিক পদ্ধতি এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে।