কে,এম,মোজাপ্ফার হুসাইন
যশোর মণিরামপুরের ঐতিহ্যবাহী বইমেলা দীর্ঘ কয় এক বছর ধরে বন্ধ রয়েছে। মণিরামপুর শিল্পী গোষ্ঠির আয়োজনে ২০০০ সাল থেকে নিয়মিত মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু কয়েক বছর ধরে এই বই মেলা বন্ধ আছে। যার ফলে গ্রাম বাংলার ঐতিহ্য হারতে শুরু করেছে।
স্থানীয় তাসনিমুল হাসান বলেন
সবাই মিলে দাবি তুললে অবশ্যই আমরা ফিরে পাবো আমাদের সেই ঐতিহ্যবাহী বইমেলা।
শাহরিয়া রোকন বলেন এই বই মেলাটি মনিরামপুরের ঐতিহ্য মনিরামপুরবাসীর প্রানের মেলা
তাই আমরা মনিরামপুরবাসী চাই আবারও মণিরামপুর উপজেলা ঐতিহ্যবাহী বইমেলা চালু করা হোক।