1. admin@gangchiltv.com : admin :
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন

আজ কবি নাঈম নাজমুল এর জন্ম দিন।

  • আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৪৫৮ ৯৬বার পঠিত

 

মতিন গাজী
(যশোর অভয়নগর প্রতিনিধি)

কবি নাঈম নাজমুল ১৯৭১সালের ৩ জানুয়ারী তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার১২নং বিছালী ইউনিয়ন চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) মাতা হাচিনা বেগম,কবির পরদাদা মৃত আঃ জব্বার মোল্লা ছিলেন একজন নামকরা জারি গানের বয়াতি। স্বাধীনতার পর হতে কবির পরিবার অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্হায়ীভাবে বসবাস করছেন। নাঈম নাজমুল বিএ (সম্মান) এম এ ইংরেজি সাহিেত্য বিএল কলেজ খুলনা এবং এম এ বাংলা সাহিত্যে এম এম কলেজ যশোর হতে পাশ করেন। কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালীগঞ্জ খাদ্য গুদাম ঝিনাইদহ কর্মরত। তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন গীতিকার, তিনি ‘বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগার ‘চাকই বাশুয়াড়ী নড়াইল এর প্রতিষ্ঠাতা,আজীবন সদস্য নওয়াপাড়া ইনস্টিটিউট, সদস্য বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর,সভাপতি ‘বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’ কেন্দ্রীয় কমিটি অভয়নগর যশোর এবং প্রাক্তন সভাপতি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর।তিনি দশম শ্রেণিতে পড়া কালীন লেখা শুরু করেন। নাঈম নাজমুল ১৯৮৯-৯০ সালে ড.মুহাম্মদ শহীদুল্লাহ কলেজ বকসী বাজার ঢাকায় আই এ প্রথম বর্ষের ছাত্রাবস্হায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হন।তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার ‘অমর একুশের বইমেলা ২০১১, দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তারপর এক দিন’ বইমেলা ২০১৫,তৃতীয় কাব্যগ্রন্থ ‘গন্তব্যহীন পৃথিবীর পথে ‘অমর একুশে বইমেলা ২০২১।তিনি সিংগাড়ী আঞ্চলিক গ্রন্থাগার অভয়নগর যশোর হতে গুণীজন সাহিত্য পদক ২০১৮পেয়েছেন।তিনি লিখেছেন অসংখ্য কবিতা, গান, গল্প ও প্রবন্ধ।তিনি যশোর খুলনার স্হানীয় এবং জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর নিয়ে কাজ করছেন।সাহিত্যপ্রেমী,সংগঠক এই কবির জন্মদিনে তার দীর্ঘ জীবন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ৯:৩৮)
  • ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © গাঙচিল টিভি ©
Theme Customized By Shakil IT Park