মতিন গাজী
(যশোর অভয়নগর প্রতিনিধি)
যশোরের অভয়নগর উপজেলা জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জানুয়ারী ) বিকাল ৪টায় নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ লুৎফর রহমান এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সাইদ আহমেদে শিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ফারাজী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর ফারাজী, যুগ্ম আহবায়ক শেখ ফরিদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য বাবু প্রলাদ সাহা, আহবায়ক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, ইউনিয়ন কমিটি সাবেক সভাপতি হাজী মকবুল হোসেন, জাতীয় পার্টির নেতা গিয়াসউদ্দিন, সোবহান হোসেন, জাকির হোসেন, শ্রমিক পার্টির সভাপতি মোঃ জহির উদ্দীন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাসুম শেখ, মাসুদ ফারাজী ও সরোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে একটি র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে । র্যালি শেষে নওয়াপাড়া প্রেসক্লাবে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।