অপূর্ব কুমারঃ–
রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন ও যাত্রীদের ভিড়। শনিবার সকালে
রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট পন্টুনে ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহন ও যাত্রীদের ভিড়। শনিবার সকালে
আরিচা-কাজীরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে আটটা থেকে আবারও ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। পরে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছিল। তবে আরিচা ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহনবোঝাই তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরি তিনটি সামান্য দূরের কিছুই দেখতে না পেয়ে দুর্ঘটনা এড়াতে নোঙর করতে বাধ্য হয়। এরপরই আবার নৌযান চলাচল বন্ধ করা হয়।
অপর দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এখনো ফেরি চলাচল অব্যাহত রয়েছে। কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হলেও ফেরি বন্ধ রাখা হয়নি। তবে মধ্যরাতে ভারী কুয়াশা পড়লে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যেকোনো সময় ফেরি বন্ধ হয়ে যেতে পারে। এই রুট যানবাহন পারাপার কমে যাওয়ায় আগের মতো দীর্ঘ যানজট তৈরি হচ্ছে না বলে দুর্ভোগের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে আটটা থেকে আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝনদীতে তিনটি ফেরি আটকা পড়েছে। এ ছাড়া বাকি দুটি ফেরি আরিচা ঘাটেই নোঙর করে রয়েছে।